Sunday, 26 April 2015

ভালোবাসা দাও ভালোবাসা নাও

আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে ।।
যদি জানতে চাও...
তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও।।

নদী কেন যায় সাগরের ডাকে 
চাঁদ ও কেন বৃষ্টির আশায় থাকে
যদি বুঝতে চাও...

আমি তোমার ওই চোখে চোখ রেখে
তুমি আমার এই চোখে চোখ রেখে ।।
স্বপ্ন দেখে যাও...
তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও।।

কাছে এলে যাও দূরে সরে
কতদিন আর রাখবে একা করে
মনে টেনে নাও... 

আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে ।। 
এসো এগিয়ে যাও
শুধু ভালোবাসা দাও ভালোবাসা নাও ।।

আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে ।।
যদি জানতে চাও... তবে
ভালোবাসা দাও ভালোবাসা নাও।।